২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০। জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বগুড়া জেলার দশটিকা
খ) মুর্শিদাবাদের সুন্দরপুর
গ) জয়পুরহাটের বিল্লা
ঘ) ফরিদপুরের আম্বুরখানা
২১। ‘এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে।’ - তারা বাড়ি ছাড়ছিল-
i) নিরাপত্তার জন্য
ii) প্রাণ বাঁচানোর জন্য
iii) যুদ্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ‘একাত্তরের দিনগুলি’- দিনপঞ্জিকায় প্রকাশ পায় শহীদ জননীর-
i) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা
ii) ছেলে হারানোর আনন্দ
iii) গভীর বেদনার ইঙ্গিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?
ক) দুই দিন খ) তিন দিন
গ) চার দিন ঘ) পাঁচ দিন
২৪। সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বার?
ক) শনিবার
খ) রোববার
গ) সোমবার
ঘ) মঙ্গলবার
২৫। তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব? এখানে ‘কাদের’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
ক) মুক্তিযোদ্ধাদের
খ) মিলিটারিদের
গ) পরিবারের সদস্যদের
ঘ) দরিদ্র মানুষদের
২৬। সৈয়দ শামসুল হক পেশা হিসেবে প্রথম কোনটিকে গ্রহণ করেছিলেন?
ক) সাংবাদিকতা
খ) শিক্ষকতা
গ) আইনজীবী
ঘ) চাকরি
উত্তর: ২০.খ, ২১.ক, ২২.গ, ২৩. গ, ২৪. খ, ২৫.ক, ২৬.ক।


আরো সংবাদ



premium cement